স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো হবে

Passenger Voice    |    ০৭:৪০ এএম, ২০২১-০৭-১৪


স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো হবে

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। মঙ্গলবার তিনি এ কথা বলেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সরকার সাতদিনের জন্য গণপরিবহন পরিচালনার অনুমতি দিয়েছে। আমরা সব মালিক ও শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছি, স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের পরিবহন পরিচালনা করার।

যারা সরকারের এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগের মতো ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে।

যাত্রীকে অবশ্যই মাস্ক পরতে হবে৷ এগুলো পরিবহন মালিক, বাসচালক, হেলপার ও পুলিশ সদস্যরা নজরদারি করবেন।